ফটিকছড়িতে আঞ্চলিক মহাসড়কে বসানো হচ্ছে ‘নিরাপত্তা নির্দেশক’

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৩১ মে, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে চট্টগ্রামখাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট বেইলি হালদা ব্রিজ থেকে ফটিকছড়ি বিবিরহাটের ধুরুং ব্রিজ পর্যন্ত সেফটি সাইন বা নিরাপত্তা নির্দেশক বসানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এসব নির্দেশকের উদ্বোধন করেন ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

ফটিকছড়ি উপজেলা পরিষদের উদ্যোগে এবং উপজেলা এলজিইডি কার্যালয়ের সহযোগিতায় এসব সাইন বসানো হচ্ছে। এর আগে, চলতি বছরের গত ১৮ এপ্রিল চট্টগ্রামখাগড়াছড়ি সড়কের অংশ নিয়ে দৈনিক আজাদীতে ‘সড়ক বড় হয়েছে, ডিভাইডার না থাকায় বেড়েছে দুর্ঘটনা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সবার নজরে আসে। এরপরেই এমন উদ্যোগ নিল প্রশাসন। এ প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী তন্ময় নাথ বলেন, সড়কটি আরএইসডির। তাদের সাথে আমরা কথা বলেছি, এ মুহূর্তে তারা সড়কে ডিভাইডার বা অন্য কিছু দিতে পারছে না। তাই তাদের থেকে অনুমতি নিয়ে নাজিরহাট থেকে বিবিরহাট পর্যন্ত প্রায় ১০০টি নিরাপত্তা নির্দেশক বা সেফটি সাইন গুরুত্বপূর্ণ রাস্তার অংশে বসানোর কাজ শুরু করেছি।

নিরাপত্তা নির্দেশক উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন, আবুল হোসেন, . সেলিম রেজা, মো. হাসানুজ্জামান, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, আবু জাফর মাহমুদ, ইকবাল হোসেন, হারুন অর রশীদ ইমন, মাহমুদুল হক, সোহরাব হোসাইন, শাহজাহান শিপন, দিদারুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির ৩৭ তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধআইন শৃঙ্খলার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে