ফজিলা বেগম ফ্রি ক্লিনিকের চিকিৎসা ক্যাম্প

| মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

দক্ষিণ হালিশহর ফজিলা বেগম ফ্রি ক্লিনিকের ভিশন সেন্টারে বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ফজিলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি মাসে দুই দিন চক্ষু চিকিৎসা দেয়ার ধারাবাহিকতায় ৩৪ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

এদের মধ্যে ১২ জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মনোনীত করা হয়। চিকিৎসা সেবা তদারকি করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইফতেখার হোসাইন। চিকিৎসা সেবা পর্যবেক্ষণ করেন তামান্না জান্নাত।

এ সময় ইফতেখার হোসাইন বলেন, প্রতিমাসে দুইদিন স্থানীয়দের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়। প্রতিবছরের মত এবার বিনামূল্যে ১২ জনের চোখের ছানি অপারেশন করা হচ্ছে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি গাউসিয়া হোসাইনিয়া মাদরাসার সালানা জলসা
পরবর্তী নিবন্ধঝলক খেলাঘর আসরের সভা