রাউজানে তিনদিন ধরে আটকে রেখে মারধর, হত্যা চেষ্টা ও পরবর্তীতে অস্ত্রের মুখে জমি রেজিস্ট্রি নেওয়ার অভিযোগে রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, তার ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এক ব্যক্তি। গতকাল চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইসলাম মিয়া নামের ওই ব্যক্তি দন্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন। তিনি পূর্ব রাউজান রশিদর পাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। বাদীর আইনজীবী মেজবাহ উল আলম আজাদীকে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে রাউজান থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, ২০১৯ সালের ৮ এপ্রিল সম্পত্তির অবৈধ দখলের উদ্দেশ্যে রাউজান ফরেস্ট বিট সংলগ্ন ফজলে করিম চৌধুরীর খামার বাড়িতে বাদীকে তিনদিন আটকে রাখা হয়। সম্পত্তি রেজিস্ট্রি দিতে অস্ত্রের মুখে চাপ দেওয়া হয়। বাদীর ভাই প্রবাসী আবুল কাশেমের পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়। অপরাগতা প্রকাশ করলে মারধর করা হয় এবং হত্যা চেষ্টা করা হয়। জমি রেজিস্ট্রি না দিলে হত্যা করে লাশ গুমের হুমকিও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ১২ জুলাই বাদী ও তার ভাই আবুল কাশেমকে অস্ত্রের মুখে রাউজান সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে বল প্রয়োগ করে জমি রেজিস্ট্রি করে নেওয়া হয়। এ বিষয়ে কাউকে কিছু জানালে বা কোন আইনগত পদক্ষেপ গ্রহণ করলে বাদী ও তার ভাইকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় বলেও মামলার আরজিতে উল্লেখ করা হয়।