রাউজানে সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এসময় লুট করে নেয়া হয়েছে নানা জিনিসপত্র। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বিজয় মিছিলে অংশ নেয়া একদল দুর্বৃত্ত এসব হামলা ও ভাঙচুরে জড়িত।
জানা যায়, গতকাল রাউজান ইউনিয়ন বিএনপির একটি মিছিল থেকে লোকজন গিয়ে এবিএম ফজলে করিম চৌধুরীর খামারবাড়িতে আগুন দেয়। এর আগে দুর্বৃত্তরা রাউজান প্রেসক্লাব, থানা ভবন, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, পৌরসভা কার্যালয়, কয়েকজন সাংবাদিকের ঘর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মুন্সির ঘাটায় ভাংচুরের ঘটনার সময় সেখানে উপস্থিত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত সেনা সদস্যরা ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকতে সকলের প্রতি হ্যান্ড মাইকে আহ্বান জানিয়েছিলেন। তবে তারা সাড়া না দিয়ে ভাংচুর চালিয়ে যান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন এ প্রসঙ্গে বলেছেন, সোমবার সন্ধ্যা থেকে গতকাল দুপুর পর্যন্ত আনন্দ মিছিলে অংশ নেয়া কতিপয় দুর্বৃত্ত এসব ঘটনা ঘটিয়েছে।