তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার, অস্থায়ী প্রেসিডেন্ট এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাউজান গহিরাস্থ মরহুমের কবরে খতমে কোরআন, মিলাদ মাহফিল, পুষ্পমাল্য অর্পণ ও জেয়ারতের আয়োজন করা হয়েছে। ফজলুল কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করবে হাটহাজারীস্থ ফজলুল কাদের চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, ফজলুল কাদের চৌধুরী স্মৃতি পরিষদ, মুসলিম লীগসহ বিভিন্ন সামাজিক–রাজনৈতিক সংগঠন। উল্লেখ্য, এ কে এম, ফজলুল কাদের চৌধুরী ১৯১৯ সালের ২৬ মার্চ রাউজানের গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর ত্রিশের দশকে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ইতিহাসে সম্মান শ্রেণির ছাত্রাবস্থায় কারমাইকেল হোস্টেলে ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যায়নকালীন নিখিল ভারত (অল–ইন্ডিয়া) মুসলিম ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নেতাজী সুভাষ বসুর নেতৃত্বে হলওয়েল মন্যুমেন্ট উৎখাত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, ১৯৪৯ সালে চট্টগ্রাম জেলা বোর্ডের চেয়ারম্যান, ১৯৫৪ এর নির্বাচনে এমএলএ, ১৯৬২ সালে তদানীন্তন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের আটটি মন্ত্রণালয়ের মন্ত্রী পদে এবং ১৯৬৩ সালে তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার পদে নির্বাচিত হন। তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন তৎকালীন পূর্ব পাকিস্তানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ (চুয়েট), চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম মেরিন একাডেমি, চট্টগ্রাম মেরিন ফিসারিজসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












