ফগার মেশিনের ধোঁয়ায় বাওয়া স্কুলের কয়েকজন ছাত্রী অসুস্থ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

মশক নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবহৃত ফগার মেশিনের ধোঁয়ায় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বাওয়া) এর কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। গতকাল সোমবার ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। তবে কতজন অসুস্থ হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
জানা গেছে, মেশিন দিয়ে ফগিং করে চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা। এসময় স্কুলের জানালা দিয়ে নবম, ষষ্ট ও চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে ধোঁয়া ঢুকে পড়ে। এতে ছাত্রীদের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়। তখন শ্রেণী কক্ষ থেকে ছাত্রীদের বিদ্যালয়ের খোলা মাঠে নিয়ে যাওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্কুলের এক শিক্ষক জানান, ১৫ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকের জিম্মায় বাসায় পাঠানো হয়েছে।
চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহামম্মদ আবুল হাশেম দৈনিক আজাদীকে বলেন, ঝোঁপঝাড় পরিস্কার করে পিছনের দিকে ফগিং করার সময় জানালা দিয়ে কিছুটা ধোঁয়া ঢুকে যায়। এতে দুইজন ছাত্রী সাফোকেট ফিল করলে ম্যাঙ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তারা সুস্থ হয়।

পূর্ববর্তী নিবন্ধঅত্যাবশ্যক সেবায় ‘বেআইনি’ ধর্মঘটে সর্বোচ্চ ১ বছরের শাস্তি
পরবর্তী নিবন্ধআয়কর তথ্য সেবা মাস শুরু আজ থেকে