পয়েন্টের দেখা পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও এই ম্যাচগুলোর জয়-পরাজয় পয়েন্ট টেবিলে কোনও প্রভাব ফেলছে না। ইতিমধ্যে আইসিসি টেস্ট চ্যাপিয়নশিপের দুই ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালিস্ট নিশ্চিত হয়ে যাওয়ার পর এতদিনে এসে পয়েন্টের খাতা খুললো বাংলাদেশের। ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচ ম্যাচ খেলে সবক’টিতেই হেরেছিল মুমিনুল হকরা। অবশেষে শ্রীলংকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ ম্যাচে এসে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। রোববার ক্যান্ডি টেস্ট নিস্প্রাণ ড্রতে শেষ হয়। আর এতেই দুই দল পায় সমান ২০ পয়েন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মোট পয়েন্ট ১৪০ হলেও বাংলাদেশের মাত্র ২০। ৬ সিরিজে ১৭ ম্যাচ খেলে ৫২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারতের অবস্থান। তাদের পরে ৫ সিরিজে ১১ ম্যাচে ৪২০ পয়েন্ট নিয়ে আছে নিউজিল্যান্ড। আগামী জুনে সাউদাম্পটনে দুই দলের ফাইনাল হওয়ার কথা।

পূর্ববর্তী নিবন্ধ‘আমাদের টোন সেট করে দিয়েছেন তামিম ভাই’
পরবর্তী নিবন্ধআরো এক রেকর্ডের মালিক তামিম