পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে উদ্যমী ভূমিকা রাখার আহ্বান

ব্যারিস্টার সুলতান আহমদ কলেজে মতবিনিময় সভা

| সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাকের আহম্মদ খোকন বলেছেন, করোনায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে উদ্ভাবনী ও উদ্যমী ভূমিকা রাখুন। তিনি গত রবিবার দুপুরে কলেজ পরিচালনা পর্ষদের সাথে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ এহতেশামুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য হারুন উর রশীদ, কাউন্সিলর জিয়াউল হক সুমন, ডা. হোসেন আহমদ, সাঈদ হাসান চৌধুরী, সেকান্দার আজম, জাহাংগীর হোসেন শান্ত, শিক্ষক প্রতিনিধি আনোয়ারুল ইসলাম, ওয়াহিদুর রহমান, পারভিন আক্তার প্রমুখ। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে কলেজের শিক্ষার মানোন্নয়নে সম্ভব সব ধরণের সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবজাতক মৃত্যুর প্রধান কারণ ডেলিভারি কেন্দ্রিক জটিলতা
পরবর্তী নিবন্ধবৃহত্তর মুরাদপুর ব্যবসায়ী সমিতির মানববন্ধন