চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়ার ক্যারম পঞ্চাশোর্ধ দ্বৈতের দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বজিৎ বড়ুয়া–মো. শহীদুল ইসলাম জুটি প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছেন। এর আগের দিন ক্যারম পঞ্চাশোর্ধ এককে ম. শামসুল ইসলাম সরাসরি সেটে ২–০ ব্যবধানে বিশ্বজিৎ বড়ুয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। আজ ৩ ডিসেম্বর ক্যারম পঞ্চাশোর্ধ দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে মো. শহীদুল ইসলাম–বিশ্বজিৎ বড়ুয়া জুটি এবং ম. শামসুল ইসলাম–অনিন্দ্য টিটো জুটি পরস্পরের মোকাবেলা করবেন। এদিকে টেবিল টেনিস অনূর্ধ্ব পঞ্চাশ এককে সুমন গোস্বামী প্রতিপক্ষকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন। এদিকে আজ ৩ ডিসেম্বর রোববার সকাল সাড়ে দশটায় সদস্য এবং সন্তানদের দাবা প্রতিযোগিতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।










