চট্টগ্রাম প্রেস ক্লাব–সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার ষাটোর্ধ্ব সদস্যদের হিট দ্য স্ট্যাম্প ইভেন্ট গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্পন্ন হয়েছে।
এতে সাইফুদ্দিন মো. খালেদ প্রথম, নুরুল আমিন দ্বিতীয়, বশির আহমদ তৃতীয়, রোকসারুল ইসলাম চতুর্থ এবং নির্মল চন্দ্র দাশ পঞ্চম স্থান অর্জন করেছেন। আগের দিন প্রেস ক্লাব সদস্যাদের হিট দ্য স্ট্যাম্প, ডার্ট এবং ঝুড়িতে বল নিক্ষেপ ইভেন্টসমূহ সম্পন্ন হয়।
খেলা পরিচালনায় ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া উপ–কমিটির আহবায়ক দেবাশীষ বড়ুয়া দেবু। প্রেস বিজ্ঞপ্তি।