চট্টগ্রাম প্রেস ক্লাব– সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ষাটোর্ধ সদস্যদের হিট দ্যা স্টাম্প ইভেন্ট গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে। এতে বশির আহমদ প্রথম, মাহবুব উর রহমান দ্বিতীয়, মঞ্জুরুল আলম মঞ্জু তৃতীয় এবং শহীদ উল আলম চতুর্থ হয়েছেন। খেলা পরিচালনায় ছিলেন ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, নির্মল চন্দ্র দাশ, জাকির হোসেন লুলু, এ জেড এম হায়দার, দেবাশীষ বড়ুয়া দেবু এবং সুলতান মাহমুদ সেলিম। এ সময় প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ উপস্থিত ছিলেন। এদিকে আজ ১ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় ক্যারম পঞ্চাশোর্ধ এককের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে ম. শামসুল ইসলাম এবং বিশ্বজিৎ বড়ুয়া মুখোমুখি হবেন। আগামীকাল ২ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় ক্যারম পঞ্চাশোর্ধ দ্বৈতের দ্বিতীয় সেমি–ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে বিশ্বজিৎ বড়ুয়া–মো. শহীদুল ইসলাম জুটি বনাম সাইফুদ্দিন মো. খালেদ–তাপস বড়ুয়া রুমু জুটি পরস্পরের মোকাবেলা করবেন। ৩ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় সদস্য এবং সন্তানদের দাবা প্রতিযোগিতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে নিবন্ধনকারীদের যথাসময়ে প্রেস ক্লাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। উপস্থিতির ভিত্তিতে ফিকশ্চার করা হবে। প্রেস বিজ্ঞপ্তির।