সারাদেশে অস্থিরতা সামাল দিতে না পারায় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক বিচার এবং ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োগ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন নাগরিক কমিটি, চট্টগ্রাম। এসময় বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা লালকার্ড প্রদর্শন করেন। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় নগরীর জামালখান চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ছয় মাস পার হয়ে কিন্তু আওয়ামীলীগের কারো বিচার নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। যারা গ্রেপ্তার হয়েছে অনেকে বের হয়ে আবার অপকর্মে লিপ্ত হচ্ছে। এখন আবার নতুন করে শুরু হয়েছে ধর্ষণ আতঙ্ক। আমার মা–বোনেরা নিরাপদে যাতায়াত করতে পারছে না। এর জন্য দায়ী আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তাদের পদত্যাগ দাবি করেন বক্তারা।