প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত প্রিন্সিপাল জিয়াউদ্দিন বীর উত্তম স্মৃতি আন্তঃস্কুল বাস্কেটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে নগরীর বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুল অংশগ্রহন করে। স্কুলগুলো হলো চিটাগাং গ্রামার স্কুল(বি. সি), চিটাগাং গ্রামার স্কুল(এন. সি), চিটাগাং ইংলিশ স্কুল, ফ্রোবেল অ্যাকাডেমি, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এবং বাংলা মাধ্যম স্কুল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ইংরেজি বিভাগের শিক্ষক মুহাম্মদ মহসিন রনির সঞ্চালনায় সিনিয়র স্কুল উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় ও দক্ষিণ এশিয়ার বাস্কেটবল ফেডারেশনের কোষাধ্যক্ষ ফজল রেহান। টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন হয় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল (সবুজ দল)। রানার্স–আপ হয় চিটাগাং গ্রামার স্কুল (বি. সি) (লাল দল)। এছাড়া তৃতীয় স্থান অধিকার করে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল (নীল দল)। সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয় আদিয়াত–উল–আলম (পিআইএস) এবং সর্বোচ্চ স্কোরার আদিল আবরার (পিআইএস)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় ফজল রাব্বান, প্রেসিডেন্সি একাডেমিক ম্যানেজমেন্টের সদস্য সচিব গুলজার আলম আলমগীর, প্রেসিডেন্সি একাডেমিক ম্যানেজমেন্টের সদস্য মাসুদুল আমিন খান, মিডল স্কুলের উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, টুর্নামেন্ট এর আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মো. গিয়াস উদ্দিন, বাবলী আসাম, অন্বেষা চাকমা, মোহাম্মদ রাসেল প্রমুখ।