প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত আন্তঃহাউজ টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান প্রেসিডেন্সি সিনিয়র স্কুল প্লে–গ্রাউন্ডে সম্পন্ন হয়। ইংরেজি বিভাগের সহকারী প্রধান শামীম আরার সঞ্চালনায় প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) টেবিল টেনিস কোচ খন্দকার আল–মোস্তফা বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকপ্রাপ্ত ও পাঁচ পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন, জাতীয় দলের সাবেক টেবিল টেনিস খেলোয়াড় ডা. মানস চৌধুরী ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য নোমান সুফিয়ান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান অতিথি খন্দকার আল–মোস্তফা বিল্লাহ তাঁর বক্তব্যে বলেন, টেবিল টেনিস সারাবিশ্বে একটি মর্যাদাপূর্ণ খেলা। এ খেলা শুধুমাত্র একটি খেলাই নয় এর মাধ্যমে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপিত হয়েছে পিং পং ডিপ্লোমেসির মাধ্যমে। টেবিল টেনিস শরীরচর্চার ভালো একটি মাধ্যম। ৮ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত আয়োজিত এ টুর্নামেন্টে সিনিয়র স্কুল হতে ৯৬ জন এবং মিডল স্কুল হতে ২৩৯ জন সর্বমোট ৩৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এতে সিনিয়র স্কুলের প্রতিযোগিরা হাউজ অনুযায়ী যথাক্রমে কাইট, ঈগল, ফেলকন ও হক এবং মিডল স্কুলের প্রতিযোগিরা শ্রেণি অনুযায়ী খেলায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম. ইনতেখাব, মিডল স্কুলের উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, মিডল স্কুলের চিফ কো–অর্ডিনেটর মুহাম্মদ শাখাওয়াত হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল করিম, শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মো. গিয়াস উদ্দিন, বাবলী আসাম, মোহাম্মদ ওমর ফারুক, টুর্নামেন্টের আহ্বায়ক অন্বেষা চাকমা, মোহাম্মদ রাসেল, স্কুলের শিক্ষক–শিক্ষিকা ও ছাত্র–ছাত্রীবৃন্দ।