প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বিজনেস ফেয়ার

| মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

ব্যবসায়ের জগতে ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরির অন্যতম মাধ্যম বিজনেস ফেয়ার। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়ে গেলো বিজনেস ফেয়ার ২০২৪।এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ফেয়ারের উদ্বোধন করেন পিএইচপি শিপ ব্রেকিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্যোক্তা। তাদের মাঝে ব্যবসায়ের অভ্যাস ও অভিজ্ঞতা গড়ে তোলার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব। তিনি আরো বলেন, জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার মেলবন্ধনে প্রেসিডেন্সি স্কুল যে অসাধারণ প্রতিষ্ঠান তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয় । কারণ, দক্ষতা ও অভিজ্ঞতার পাশাপাশি ন্যায়নিষ্ঠা ও সৎ মানুষের হাত ধরেই প্রকৃত উন্নয়ন সূচিত হয়। তিনি বলেন,শিক্ষার্থীদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের বিকল্প নেই। এতে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, আশরাফুল হক স্বপন, রেক্টর, . ইমাম হাসান রেজা, সরকারি কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মিশু বড়ুয়া, চবি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তারিক রায়হান, সিনিয়র স্কুল উপাধ্যক্ষ ই.ইউ.এম. ইনতেখাব, ডিরেক্টর নন্দন মিত্র এবং ফেয়ারের আহ্বায়ক হুমায়ুন রশিদ প্রমুখ। উদ্বোধনের পরপরই দর্শনার্থীঅভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। মেলায় প্রদর্শিত হয় ২২টি প্রজেক্ট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআত্মা পরিশুদ্ধ না হলে জীবনের কোনো কিছুই সুন্দরভাবে পরিচালিত হয় না
পরবর্তী নিবন্ধসানোয়ারা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ