বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার আয়োজনে গভ. মুসলিম হাই স্কুল প্রাঙ্গণে গত ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর ৪ দিন ব্যাপী প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড প্রস্তুতিমূলক ক্যাম্প–২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার কমিশনার মোহাম্মদ আজাদ ইকবাল পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা সম্পাদক এস এম ফারুখ উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জেলা সহকারী কমিশনার শাহানা আফরোজ, মেট্রোপলিটন জেলা স্কাউটস সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, মো. জাকির হোসেন পাটোয়ারী প্রমুখ।
উপস্থিত ছিলেন আঞ্চলিক উপ–কমিশনার মো. সামছুল ইসলাম শিমুল, মো. রফিকুল হাসান, গুলশান আরা, মো. মুজিবুল হক মিয়াজী, রোজিনা আকতার ও লাবিব মো. ত্বকী। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন জেলা স্কাউট লিডার মোহাম্মদ রেজাউল করিম। ক্যাম্পে মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক স্কাউট অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।