প্রেরণা অটিজম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

সুস্থ অটিজম নির্বিশেষ সবাই মিলে গড়বো দেশ” এই স্লোগানের প্রতিপাদ্য নিয়ে প্রেরণা অটিজম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও কলা অনুষদের সাবেক ডিন ও প্রেরণা অটিজম স্কুলের সভাপতি প্রফেসর ড. হায়াত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মুখ্য আলোচক ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেরণা অটিজম স্কুলের সেক্রেটারি নাজিম উদ্দিন, মুহাম্মদ শফিউল আজম চৌধুরী ও পলাশ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন প্রেরণা অটিজম স্কুলের হেড মিস্ট্রেস মীর মেশকাতুন নুর শেফু। আলোচনা শেষে অতিথিবৃন্দ ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধ২০০ ছক্কার মালিক মাহমুদউল্লাহ
পরবর্তী নিবন্ধনিজেদের ব্যর্থতা স্বীকার করলেন জ্যোতি