আনোয়ারায় ৭ম শ্রেণীর (১২) এক শিক্ষার্থীকে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগে মো. রাফুল (২৭) নামের এক সিএনজি চালককে গতকাল পুলিশ আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন। আটক মো. রাফুল হাতিয়া উপজেলার বাসিন্দা।
ওই শিক্ষার্থীর পিতার অভিযোগ, সিএনজি চালক মো. রাফুল আমার মেয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার পথে লোভ দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৫ ডিসেম্বর সকাল ৬ টার সময় আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করিলে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত সিএনজি চালককে গতকাল উপজেলার বৈরাগে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।