প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে অপহরণ, ৪ যুবক গ্রেপ্তার

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই ছাত্রীকেও। গত ২৩ মার্চ রাতে ওই স্কুলছাত্রীকে এলাকাবাসী উদ্ধারের পর অপহরণকারীদের গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা হলরাজস্থলী থানার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকার মো. আব্দুচ ছাত্তারের ছেলে মো. জীবন (১৯), সাতক্ষীরার সদর উপজেলার মাগুরা এলাকার মো. জহুর আলী গাজীর ছেলে মো. সাইফুল ইসলাম জনি (২৪), রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মো. ইসমাঈল হোসেন (১৯) ও মো. আবদুল্লাহর ছেলে সালমান গাজী (১৯)। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে জীবন নামের প্রতিবেশী যুবক বিদ্যালয়ে যাওয়াআসার পথে প্রায়শই উত্যক্ত করত। এক পর্যায়ে ছাত্রীকে প্রেমের প্রস্তাবও দেয় জীবন। বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানায় এবং পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে যুবককে সতর্ক করে। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে উল্টো হুমকি দিতে থাকে জীবন। গত শনিবার বিকেল ৩টায় ওই ছাত্রী বাড়ি থেকে বের হলে তাকে অপহরণ করে অভিযুক্ত যুবকরা এবং সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে রাত পৌনে ১০টায় স্কুলের পেছনে অপহরণকারীদের কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করে এলাকাবাসী। খবর পেয়ে ওই ছাত্রীর পরিবারের সদস্যরা গিয়ে মেয়ের কাছ থেকে ঘটনার সবকিছু শুনে পুলিশকে খবর দেয় এবং পরে পুলিশ চার যুবক গ্রেপ্তার করে।

রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন জানান, চার যুবককে গ্রেপ্তারের পর রাজস্থলী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজাকারের তালিকা কতদূর?
পরবর্তী নিবন্ধলজ্জার পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ