প্রেমের কবি সরোয়ার রানা | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ দ্রোহের কবি প্রেমের কবি অনন্য নজরুল শত প্রতিভার অধিকারী হয় না তোমার তুল। বিদ্রোহ আর সাম্যের গান গাইলে জীবন ভর কেউ পেয়েছে অনুপ্রেরণা কেউ কাঁপে থরথর। অমর সৃষ্টি গল্প কবিতা থাকবে যে চিরদিন বাংলাভাষী রাখবে মনে তোমার এত ঋণ।