প্রেমিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. মাঈন উদ্দিন হিরন চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গত শনিবার বিকালে নগরীর দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি রাউজান থানার মো. আবু তাহের চৌধুরীর সন্তান।
ভিকটিমের অভিযোগের ভিত্তিতে র্যাব জানায়, প্রায় এক বছর আগে মাঈন উদ্দিন হিরনের সঙ্গে ভিকটিমের পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। সম্পর্কের এক পর্যায়ে অভিযোগকারীকে ধর্ষণের চেষ্টা করেন এবং জোরপূর্বক মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন হিরন। এসব ছবি ও ভিডিও দিয়ে ভিকটিমকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে চেষ্টা করেন। পরে অভিযুক্ত ব্যক্তি সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবসার আজাদীকে জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হিরনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে সে। এ সময় একটি মোবাইল জব্দ করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট করা ভিকটিমের আপত্তিকর ছবির স্ক্রিন শট এবং তাদের কথোপকথনের একটি সিডি উদ্ধার করা হয়।