প্রেমহীন আইরিন

| রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার ঢাকাই সিনেমায় আগমন আইরিন সুলতানার। এরপর থেকে টানা সিনেমা ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন তিনি। হঠাৎ করেই ২০২২ সালের শুরুর দিকে নিজেকে আড়াল করে ফেলেন তিনি। এসময় তাকে দেখা যায়নি নতুন কোনো সিনেমায়। অনেক দিন কাজ থেকে দূরে থাকায় চাউর হয় আর অভিনয়ে ফিরবেন না চিত্রনায়িকা আইরিন। কাজ থেকে নিজেকে একদম গুটিয়ে নিয়েছেন তিনি। তবে সে খবরকে চ্যালেঞ্জ দিয়ে অভিনেত্রী বলেন, অনস্কিনে কেউ কখনো বলতে পারবে না আমি এ ধরনের বক্তব্য দিয়েছি।

বর্তমানে কোনো ধরনের প্রেমে নেই আইরিন। গেল আট মাস ধরেই একাকীত্ব জীবন যাপন করছেন তিনি। বলা যায় এখন প্রেমহীন আইরিন। আইরিনের ক্যারিয়ারে কোনো আক্ষেপ নেই। নায়িকা হওয়ার কথা না থাকলেও তিনি নায়িকা হয়েছেন। মডেলিং দিয়ে সিনেমায় নাম লেখান তিনি। বলছেন, নায়িকা হওয়া তার জন্য বড় প্রাপ্তি। সদ্য প্রেক্ষাগৃহের পর ওটিটিতে মুক্তি পেয়েছে আইরিন অভিনীত সর্বশেষ সিনেমা ‘কাগজ’।

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে আইরিন অভিনীত ও বুলবুল জিলানীর পরিচালনায় ‘রৌদ্র ছায়া’, জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’, সাইফ চন্দনের ‘টার্গেট’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদ মাঝারে তুমি’ ও আবু সাইয়ীদের ‘একজন কবির মৃত্যু’ সিনেমাগুলো। প্রতিটি সিনেমায় অভিনেত্রীকে নতুন নতুন চরিত্রে দেখা যাবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধজয়ার সিনেমার পোস্টার শেয়ার করে অজয়ের শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধএমন দৃশ্য আগে দেখিনি জুয়েল আইচ