কলেজিয়েট স্কুল মাঠে গতকাল শনিবার সকালে বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের আমন্ত্রণে বন্দর ইয়াং ফুটবল একাডেমির সাথে ৩ ক্যাটাগরির বয়সের (১৩–১৫–১৮বয়সের) প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় সকাল ৯টায় বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি অনূর্ধ্ব–১৫ দল বনাম বন্দর ইয়াং ফুটবল একাডেমির ১৫ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি ৫–১ গোলে চট্টগ্রাম বন্দর ইয়াং ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয় দলের সানি ২টি, দ্বীপান্ত, ক্ষীন্ত ও ইবান ১টি করে ও বিজিত দলের আবির একটি গোল করেন। ২য় খেলায় বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেম অনূর্ধ্ব–১৩ দল চট্টগ্রাম বন্দর ইয়ং ফুটবল একাডেমি অনুর্ধ্ব–১৩ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি ৩–০ গোলে চট্টগ্রাম বন্দর ইয়াং ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন মো. মুসা, মো. সোহেল মোহাম্মদ রুবায়েদ। তৃতীয় খেলা অনুষ্ঠিত হয় দুপুর ১২ টায়।
উক্ত খেলায় বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রাম ১৮ ঊর্ধ্ব দল ৪–০ গোলে চট্টগ্রাম বন্দর ইয়াং ফুটবল একাডেমিকে পরাজিত করে। বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের পক্ষে গোল করেন মো. শাহাদাত হোসেন, মোহাম্মদ সামির, মোহাম্মদ মেহেরাব ও মোহাম্মদ সাগর গোল করেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি সহ–সভাপতি মো. দেলোয়ার হোসেন, পরিচালক মোহাম্মদ সেলিম, ক্রীড়া সংগঠক মো. সামির, কাট্টলির ফুটবল প্রশিক্ষক রাহাত, বন্দর ইয়াং ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, প্রধান ফুটবল প্রশিক্ষক রায়হান, বাংলাদেশ বয়েজ ক্লাবের প্রধান ফুটবল প্রশিক্ষক মহসিন আলী বাদশা প্রমুখ।