প্রীতি ফুটবল ম্যাচে পতেঙ্গা একাডেমির জয়

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

লন্ডন প্রবাসীদের সমন্বয়ে গড়া শাহজালাল ইউনিটি এফসি ফুটবল টিম এবং বন্দর-পতেঙ্গা হালিশহরের সাবেক ফুটবলারদের নিয়ে গঠিত পতেঙ্গা ফুটবল একাডেমির মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচ টিএসপি স্কুল মাঠে গত শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রাক্তন ফুটবলার মো. লোকমানের নেতৃত্বে পতেঙ্গা ফুটবল একাডেমি ২-০ গোলে সফরকারী লন্ডন প্রবাসীদের শাহজালাল ইউনিটি এফসিকে পরাজিত করে।

প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন সাবেক তারকা ফুটবলার জাহাঙ্গীর আলম মিন্টু, মো. তাহের (কিপার), সাইফুর রহমান, মিন্টু, মো. নাজির আহম্মেদ, তুফান, মো. আসলাম, মো. জাহিদ ইউসুপ, মো. ইকবাল, মো. বেলাল, মানস, ওয়াহিদ, ইমতিয়াজ, মঞ্জু, দেলোয়ার, কাদের মোল্লা, সালাউদ্দিন প্রমুখ।

শাহজালাল ইউনিটি এফসির পক্ষে অংশগ্রহণ করে মহি মাহাবুব, জানে আলম, সুয়ান, অহিন-অনিক, সাজিব, আব্বাসী, কিমান সহ আরও অনেক প্রবাসী ফুটবলার। খেলা পরিচালনা করেন- রেফারী মো. জসিম উদ্দিন, সহকারী-তৈয়ব আলী, মো. হারুন এবং ৪র্থ রেফারী মো. কামাল উদ্দিন। ম্যাচের চলতি ধারাবিবরণী দেন ক্রীড়া ধারাভাষ্যকার শরীফ মাহাবুবুল হক।

খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় অতিথি ছিলেন কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, কাউন্সিলর আব্দুল বারেক কোং, ওয়াহিদ চৌধুরী, মুনতাসির মামুন, শহিদুল ইসলাম শহিদ, পতেঙ্গা ফুটবল একাডেমির পরিচালক হাজী মুজিবুল হক, এস.এ মহিউদ্দিন খালেদ মুন্না, পতেঙ্গা একাডেমির পরিচালক জসিম উদ্দিন, স্পন্সর পরিচালক টিটু দেব, ইমতিয়াজ চৌধুরী। নজরুল ইসলাম মিন্টু ও জাবেদ আহমদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সেলিম রেজা, হামিদুল হক, এম.এ রউফ, জামাল উদ্দিন, আক্তার হোসেন, সাইফুর রহমান মিন্টু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকোয়েপাড়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধশান্ত-সৌম্যর ওপেনিং জুটিকে থিতু মনে করছেন শ্রীরাম