প্রীতিলতা ট্রাস্টের কর্মশালা সম্পন্ন

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে পটিয়ার ধলঘাটে ‘বিপ্লব সমগ্র’ বিষয়ক দুদিনব্যাপী কর্মশালা গত ২২ ফেব্রুয়ারি ট্রাস্ট মিলনায়তনে সম্পন্ন হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক ডা. ঋভুরাজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন প্রকৌশলী অম্লান চৌধুরী, ড. শেখ মাসুদুর রহমান, আহম্মদ কবীর, শামীমা নাসরীন, ট্রাস্টি মো. আলী, কৃষ্ণা চক্রবর্তী, গৌতম চৌধুরী, রূপক চক্রবর্তী, অধ্যক্ষ শুভ নন্দী, শিক্ষক মঞ্জু রায়, শুক্লা চৌধুরী, শিপ্রা দে, সুলতানা রাজিয়া, রূপশ্রী চক্রবর্তী প্রমুখ। কর্মশালায় ২১ জন বিপ্লবী দলের সদস্য অংশগ্রহন করেন। উদ্বোধক ডা. ঋভুরাজ চক্রবর্তী বলেন, বিপ্লবীদের গৌরব দীপ্ত ইতিহাস পাঠ্যসূচিতে আনা আবশ্যক। তাই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা এবং তরুণ প্রজন্মকে জানাতে এই কর্মশালা গুরুত্ব বহন করে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী বলেন, কর্মশালার মাধ্যমে বৃটিশ বিরোধী আন্দোলনের গুরুত্ব এবং এই আন্দোলনে বাঙালিদের গৌরবগাঁথা ইতিহাসের ধারাবাহিকতা তারুণ্যের মাঝে ছড়িয়ে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেল জব্দ লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির গণটিকার আয়োজন