কল্পলোক আবাসিক এলাকার প্রি–কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। স্কুল মাঠে এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ফরিদ মাহমুদ। প্রকৌশলী হোসাইন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী ফেরদৌস ওয়াহিদ, সাইফুল ইসলাম সেলিম। উদ্বোধক ছিলেন মোহাম্মদ আমজাদ হোসাইন। এসময় শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়া ধর, পুস্পিতা চৌধুরী, সুদিপ্তা বড়ুয়া, রামিন আকতার, মোহাম্মদ সাদ, রুপিয়া আকতার, সানজিদা ইয়াসমিন, তাসনিয়া আকতার প্রমুখ। প্রতিযোগীতায় প্লে গ্রুপে জুনায়েত আবরার, নার্সারী গ্রুপে আমায়রা বিনতে, কেজি থেকে দ্বিপায়ন পাল, ওয়ান/টু গ্রুপে মোহাম্মদ সাখাওয়াত, থ্রি–ফোর গ্রুপে মেহেরীন, ফাইভ–সিক্স গ্রুপে উম্মি ও সাঈদ প্রথম স্থান অধিকার করে।