‘প্রিয় রাসূলের (দ.) আদবের শিক্ষা গাউছুল আজমের (রা.) তরিক্বতে’

আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির ঈছালে ছাওয়াব মাহফিল

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

প্রিয় রাসূলুল্লাহ (.) এর মুহাব্বত একজন মুমিনের ঈমানী মূলধন। রাসূলে পাক (.) কে আপন প্রাণের চেয়েও অধিক মুহাব্বত করতে না পারলে কেউ পূর্ণ ঈমানদার হতে পারে না। একবিংশ শতাব্দীতে এসে প্রিয় নবীজিকে নিজের প্রাণের চেয়েও অধিক ভালবাসার বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু। চৌদ্দশত বছর পরে এসেও যিনি সরাসরি বাইয়াতে রাসূলের মাধ্যমে পেলেন খলিফায়ে রাসূল এর অমূল্য মর্তবা। তাঁর প্রতিষ্ঠিত কুরআনসুন্নাহ ভিত্তিক ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বায়েদ সম্বলিত সিনাসিনা তাওয়াজ্জুহ বিশিষ্ট তরিক্বতে রয়েছে প্রিয় রাসূল (.)-কে প্রাণাধিক ভালবাসার বাস্তবিক শিক্ষা। হুব্বে মোস্তফা (.) হৃদয়ে ধারণ করে নিয়্যত সহকারে অত্যন্ত আদবের সাথে প্রিয় নবীজিকে হাজেরনাজের জেনে প্রতিদিন ১১১১ বার দরূদে মোস্তফা আদায় করার এই আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন খলিফায়ে রাসূল (.) হযরত গাউছুল আজম (রা.)

সালানা ওরছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ও জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী রুহানী আম্মাজান (রাহ.) এর সালানা ওফাত শরীফ স্মরণে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসূল (.) হযরতুলহাজ্ব, আল্লামা, অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনরাত ব্যাপি আমিরাতের ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখাসমূহের উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন দুবাই কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মুহাম্মদ হারুন এম.আজাদ। বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ জাফর, মাওলানা মুহাম্মদ সেকান্দর বারী ও মাওলানা মুহাম্মদ মুজিবুল করিম সায়মন সহ আরও অনেকে। উল্লেখ্য মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সালতানাত অব ওমানের শাখা সমূহের তরিক্বতপন্থিরাও আমিরাতে অনুষ্ঠিত এ মাহফিলে ভার্চুয়ালী যুক্ত ছিলেন। মিলাদ ও কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তিসমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রিতরঙ্গের ৩ মাসব্যাপী কর্মশালার প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন
পরবর্তী নিবন্ধকাজী নুরুল আনোয়ার