প্রিয়জন চলে যাচ্ছেন কানাডায় লাশ নিচ্ছেন না স্বজনরা

| সোমবার , ২০ মে, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

প্রিয়জন মারা গেলে তাকে মর্যাদার সঙ্গে শেষ বিদায় জানানোর চিরায়িত রীতি কানাডার কয়েক প্রদেশে হোঁচট খেয়েছে অর্থাভাবে, মৃত্যুর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও লাশ নিতে আসছেন না স্বজনরা, মিলছে না দাবিদারও। কানাডার কিছু প্রদেশে সামপ্রতিক বছরগুলোতে দাবিদাওয়াহীন এমন লাশের সংখ্যা খুবই বেড়ে গেছে বলে রয়টার্স জানিয়েছে। স্বজনরা বলছেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ বেড়ে যাওয়ার কারণে প্রিয়জনদের মরদেহের দাবি নিয়ে মর্গে যাচ্ছেন না তারা। খবর বিডিনিউজের।

এ পরিস্থিতিতে কানাডার একটি প্রদেশে লাশ সংরক্ষণের জায়গা বাড়ানোর কাজ হাতে নেওয়া হয়েছে। অজ্ঞাত লাশ সৎকারে তহবিল সংগ্রহ করে চলা সংগঠন বা সংস্থার সংখ্যাও বেড়েছে অনেক। লাশ দাফনের বিষয়টি বেশির ভাগ দেশে ধর্মীয় রীতিতে করা হয়। এটি বোঝাতে বেশি ব্যবহৃত কয়েকটি শব্দের মধ্যে উল্লেখযোগ্য হলদাফন, সৎকার, সমাহিতকরণ।

রয়টার্স লিখেছে, কানাডায় ১৯৯৮ সালে মৃতদেহ সৎকারের খরচ ছিল ৬ হাজার ডলার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮০০ ডলারে।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ৫০
পরবর্তী নিবন্ধকিরগিজস্তান থেকে শিক্ষার্থীদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে পাকিস্তান