সিজেকেএস প্রিমিয়ার, ১ম বিভাগ, ২য় বিভাগ ও ৩য় বিভাগ ক্রিকেট লিগ শীঘ্রই শুরু হচ্ছে। সিজেকেএস প্রিমিয়ার লিগ আগামী ২০ জানুয়ারী শুরু হবে। ১ম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে ২৩ জানুয়ারী থেকে। অংশগ্রহনকারী দলগুলোর খেলোয়াড় দলবদল আগামী ২ জানুয়ারী থেকে ৬ জানুয়ারী প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গত ২০ নভেম্বর সিজেকেএস ক্রিকেট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দলবদল ও লিগ শুরুর এ সিদ্ধান্ত গৃহীত হয়। লিগে অংশগ্রহণকারী দলগুলোকে বিস্তারিত জানতে সিজেকেএস ক্রিকেট কমিটির কার্যালয়ে যোগাযোগ করতে হবে।