প্রিমিয়ার ভার্সিটির গণিত বিভাগের ওয়েবিনার

| মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:৩৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের ‘অপটিমাইজেশন টেকনিকস্‌ এন্ড টুলস্‌ মাল্টি অবজেকটিভ অ্যাপ্রোচ’ শীর্ষক ওয়েবিনার গত ৪ জুলাই অনুষ্ঠিত হয়। বিভাগের সহকারী অধ্যাপক শাহরিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণিত বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। মূল প্রবন্ধে জান্নাতুল ফেরদৌস অপটিমাইজেশনের সুযোগ ও বাস্তব জীবনে এর প্রয়োগ নিয়ে প্রাথমিক আলোচনার পর মাল্টিঅবজেকটিভ অপটিমাইজেশনের উপর বিস্তারিত আলোচনা করেন। তিনি মাল্টিঅবজেকটিভ অপটিমাইজেশনের ধারণা, ফরমুলেশন, প্রেফারেন্স বেইস্‌ড মাল্টিঅবজেকটিভ অপটিমাইজেশন ও আইডিয়েল মাল্টিঅবজেকটিভ অপটিমাইজেশন এলগরিদম, পেরেটো অপ্টিমাল ও ডোমিনেটেড রেজাল্টস্‌সমূহ নিয়ে আলোচনা করেন। ওয়েবিনারে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির। তিনি মাল্টিঅবজেকটিভ অপটিমাইজেশনের মত তুলনামূলক নতুন একটি বিষয়ের উপর সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করায় জান্নাতুল ফেরদৌসকে ধন্যবাদ জানান। ওয়েবিনারে বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক রাজীব কর্মকার। মূল প্রবন্ধ উপস্থাপন শেষে শিক্ষার্থী ও শিক্ষকগণ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএনজি চালকদের মাঝে ডা. শাহাদাতের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধমেমন হাসপাতালের সুনাম ও মর্যাদা পুনরুদ্ধার করা হবে