রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রিমিয়ার ইউনিভার্সিটি’র উপ-উপাচার্য পদে অধ্যাপক ড. কাজী শামীম সুলতানাকে নিয়োগ প্রদান করেছেন। তিনি আগামী ৪ বছর এই পদে দায়িত্ব পালন করবেন। অধ্যাপক ড. কাজী শামীম সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স (অনার্স) পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় এবং এমএসসি ইন ফিজিক্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম বিভাগ প্রাপ্ত হন। কৃতিত্বপূর্ণ রেজাল্টের জন্য তিনি রাজা কালি নারায়ণ স্কলারশিপ, সালেকুন নেছা গোল্ড মেডেল, এস রহমান ফাউন্ডেশন স্কলারশিপ, আবদুল হাকিম এন্ড আসাদুন্নেছা ফাউন্ডেশন স্কলারশিপ, ডায়ামন্ড জুবিলি ফাউন্ডেশন স্কলারশিপ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন স্কলারশিপ অর্জন করেন। কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচ.ডির শিরোনাম ছিল ‘অ্যানালাইসিস অব হিলিয়াম স্ক্যাটারিং ফ্রম স্টেপড এন্ড গ্রোয়িং সারফেইসেস’। প্রেস বিজ্ঞপ্তি।












