প্রিমিয়ার ভার্সিটিতে ৫ সপ্তাহব্যাপী বুট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইইইই কম্পিউটার সোসাইটি প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের আয়োজনে ৫ সপ্তাহব্যাপী ‘ মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শীর্ষক বুট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তির উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীরা যদি এই প্রযুক্তিগুলোর বাস্তব প্রয়োগ শিখে এগিয়ে যায়, তবে তারা জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন উদ্যোগকে সর্বদা উৎসাহিত করা হবে।

আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর মোহাম্মদ সাইফুদ্দিন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সৈয়দ মিনহাজ হোসেন। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের হাতেকলমে শেখার সুযোগ দেয় এবং তাদের বাস্তব দক্ষতা উন্নয়নে সহায়তা করে। আগামী দিনে প্রযুক্তিনির্ভর গবেষণা ও উদ্ভাবনের জন্য এমন উদ্যোগ অত্যন্ত মূল্যবান।

উপস্থিত ছিলেন আইইইই কম্পিউটার সোসাইটির অ্যাডভাইজার কিংশুক ধর, স্টুডেন্ট ব্রাঞ্চের অ্যাডভাইজার অভিষেক দাস, তাসিন হোসেন, সুস্ময় বড়ুয়া, মো. আজমাঈন ও সাইয়েদ ইবনে সাইফ। ক্যাম্পের শেষ দিনের ট্রেইনার ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)-এর কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক সারা করিম। তিনি অংশগ্রহণকারীদের বাস্তব ডেটাসেট ব্যবহার করে মেশিন লার্নিং মডেল তৈরি ও বিশ্লেষণের উপর প্রশিক্ষণ প্রদান করেন।৫ সপ্তাহব্যাপী এই বুট ক্যাম্পে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ তিনজন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।

আয়োজক কমিটি জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এমন বুট ক্যাম্প ও প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের ৩১তম চিত্র প্রদর্শনী ১৬ অক্টোবর শুরু
পরবর্তী নিবন্ধমমতা’র আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন