প্রিমিয়ার ভার্সিটিতে ‘স্টার্টআপ অপরচুনিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনার

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৮:১২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হয়েছে এই বিভাগের ওয়েবিনার সিরিজের ৭ম পর্ব। ‘স্টার্টআপ অপরচুনিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক এই পর্বে কি-নোট সিপকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারের সিনিয়র অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ও আইডিয়া প্রজেক্ট আইসিটি ডিভিশনের সিনিয়র কনসালটেন্ট (রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেপশালিস্ট) আর এইচ এম আলাউল কবির। এতে প্যানেল সিপকার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও স্টেলার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ ইফতেখার মাহমুদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক এবং মাস্টোডন ওয়াশের প্রতিষ্ঠাতা ও সিইও ফরিদুল হাসান শুভ। প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দীন মুন্নার সঞ্চালনায় ওয়েবিনারে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. তৌফিক সাঈদ। কি-নোট সিপকার আর এইচ এম আলাউল কবির বলেন, আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারে স্টার্টআপ বাংলাদেশ আজ শিক্ষার্থীদের জন্য এবং তরুণ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে কাজ করছে। প্যানেল সিপকার টুটন চন্দ্র মল্লিক তাঁর বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন প্রজেক্টকে কিভাবে প্রোডাক্ট হিসেবে বাজারে আনা যায় সে-সম্পর্কে বিশদ আলোচনা করেন। ফেইসবুক লাইভে অনুষ্ঠিত এই ওয়েবিনারে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরাসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা ও খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে কৃষক দলের বীজ বিতরণ