প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির উদ্যোগে নথি ব্যবস্থাপনা বিষয়ক ১ম ওয়ার্কশপ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। রিসোর্স পার্সন মোহাম্মদ আশরাফুল আমিন নথি ব্যবস্থাপনা সংক্রান্ত গুরচত্বপূর্ণ দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি নথির সংজ্ঞা, নতুন নথি খোলার প্রক্রিয়া, ক্রোড়পত্র–৩, নথির গতিবিধি, নথি উপস্থাপন–অনুমোদন, প্রেরণ সংক্রান্ত সাধারণ নির্দেশাবলি, প্রেরণের পর কার্যব্যবস্থা, নথির রেকর্ড ও সূচিকরণ, রেকর্ডের শ্রেণিবিন্যাস, রেকর্ড বাছাই ও বিনষ্ঠকরণ, ক্ষমতা অর্পণ, নোট লিখন প্রভৃতি বিষয়ে বিবরণ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












