সিজেকেএস সিডিএফএ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের দলবদল কার্যক্রমের চতুর্থ দিন গতকাল বুধবার অতিবাহিত হয়েছে। এদিন মোট ০৯ জন খেলোয়াড় দলবদল করেন। মো. শাকাওয়াত হোসেন শতদল ক্লাব হতে মাদারবাড়ী উদয়ন সংঘে, সদ্দাম হোসেন চ.ব.ক হতে মাদারবাড়ী উদয়ন সংঘে, তুষার আসাম বাকলিয়া একাদশ হতে মাদারবাড়ী উদয়ন সংঘে, মোজাম্মেল হক বাকলিয়া একদশ হতে মাদারবাড়ী উদয়ন সংঘে, বিজয় চন্দ্র দাশ রাইজিং স্টার হতে মাদারবাড়ী উদয়ন সংঘে, মো. খোকন রাইজিং স্টার হতে মুক্তিযোদ্ধা কেসিতে, রেজাউল করিম কল্লোল সংঘ হতে মুক্তিযোদ্ধা কেসিতে, আবু বক্কর সিদ্দীক নওজোয়ান ক্লাব হতে মুক্তিযোদ্ধা কেসিতে এবং হৃদয় চন্দ্র বর্মন বাকলিয়া একাদশ হতে সিটি কর্পোরেশনে যান। প্রেস বিজ্ঞপ্তি।