প্রিমিয়ার ও ১ম বিভাগ ভলিবল লিগ শুরু

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস-লিবার্টি গ্রুপ ১ম বিভাগ ও প্রিমিয়ার ভলিবল লিগ গতকাল সোমবার সিজেকেএস প্রশিক্ষণ মাঠে উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে ১ম বিভাগের ৪টি ও প্রিমিয়ার বিভাগের ৯টি মোট ১৩টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম বিভাগের খেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি, সিটি ক্লাব, শহীদ শাহজাহান সংঘ, কাস্টম স্পোর্টস ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করে। প্রিমিয়ার বিভাগে বাকলিয়া একাদশ, শতদল ক্লাব বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আগ্রাবাদ কমরেড ক্লাব, রাইজিং স্টার ক্লাব জুনিয়র, বাকলিয়া একাদশ, আগ্রাবাদ কমরেড ক্লাব জয়লাভ করে। এছাড়া বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ২-০ সেটে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করেন। সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দ শাহাবুদ্দীন শামীমের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ও ভলিবল কমিটির সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) কবির আহমেদ, সিজেকেএস এর সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ শাহজাহান, নাসির মিঞা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিজেকেএস কাউন্সিলর বৃন্দ,ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়াইব, সিরাজুল ইসলাম মজনু, যুগ্ম-সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১৫.৩৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধচলেই এসেছে উইন্ডোজ ১১