প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ ৪৪তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা (৭ম সেমিস্টার, ফিন্যান্স ডিসিপ্লিন) সম্প্রতি আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডএ একটি ফলপ্রসূ ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে অংশগ্রহণ করে। শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পপরিবেশের সঙ্গে যুক্ত করা এবং আধুনিক উৎপাদন ব্যবস্থার প্রত্যক্ষ ধারণা অর্জনের লক্ষ্যে এ ভ্রমণের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা উৎপাদন ইউনিটের কাটিং, সেলাই, প্রিন্টিং, ফিনিশিং, প্যাকেজিং, কোয়ালিটি কন্ট্রোল ল্যাব ও গুদামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ পরিদর্শন করেন। শুরু থেকে শেষ পর্যন্ত একটি আধুনিক গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়তা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পায়। এই প্রত্যক্ষ অভিজ্ঞতা শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ব্যবস্থাপনা, অপারেশনস, শিল্পঅর্থনীতি এবং ব্যবস্থাপনাগত সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ সম্পর্কে আরও গভীর ধারণা প্রদান করে। পরিদর্শনকারী দলকে আন্তরিকভাবে স্বাগত জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন শেখর দাস এবং ফ্যাক্টরি চিফ জনাব মৌমিতা দাস। তাঁদের উষ্ণ আতিথেয়তা ভ্রমণটিকে আরও উপভোগ্য ও ফলদায়ক করে তোলে। শিক্ষার্থীদের পরিদর্শন কার্যক্রমে দিকনির্দেশনা দেন আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডএর ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) চিনাংশু রঞ্জন নাথ, ম্যানেজার (ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং) গৌতম ধর এবং সিনিয়র এঙিকিউটিভ (এইচআর অ্যান্ড অ্যাডমিন) তৌহিদুল ইসলাম। তাঁরা প্রযুক্তিগত ধাপসমূহ, কাজের প্রক্রিয়া, শিল্পে নিরাপত্তা ব্যবস্থা, উৎপাদন দক্ষতা ও মান নিয়ন্ত্রণ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন, যা শিক্ষার্থীদের আধুনিক শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করে। পুরো ভ্রমণটি তত্ত্বাবধান করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, তাসনিম সুলতানা, . তাসনিম উদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাকার্তায় অফিস ভবনে আগুন লেগে অন্তত ২০ জন নিহত
পরবর্তী নিবন্ধআজ চট্টগ্রাম একাডেমি শিল্পশৈলী পুরস্কার প্রদান অনুষ্ঠান