প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে এলপিসির সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রিমিয়ারে পরিচালনা করা হবে ইউএস অ্যামবেসির এক্সেস প্রোগ্রাম

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির সঙ্গে ইউএস অ্যামবেসি স্বীকৃত প্রতিষ্ঠান ইংলিশ প্রফিসিয়েন্সি সেন্টার (এলপিসি) এর একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির ভিত্তিতে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইউএস অ্যামবেসির এক্সেস প্রোগ্রাম পরিচালনা করা হবে। প্রোগ্রামটি আমেরিকান অ্যাম্বেসি অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের জন্য বিশেষভাবে তৈরি করেছে। এই চুক্তির মাধ্যমে আমেরিকান সরকারের দুটি গুরুত্বপূর্ণ সহযোগী প্রতিষ্ঠান অর্থাৎ আমেরিকান কর্নার ও এডুকেশন ইউএসএর সঙ্গে আমেরিকান সরকারের আরও একটি হাইভেল্যুড প্রোগ্রাম যুক্ত হল।

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে গত শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, এলপিসির চেয়ারম্যান জাভেদ হায়দার করিম, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক সাদাত জামান খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধও.আর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধসমাজে নৈতিক অবক্ষয় দূর করতে আউলিয়া কেরামের আদর্শকে সামনে নিয়ে আসতে হবে