প্রিমিয়ার ইউনিভার্সিটি ইইই বিভাগের ৩৭তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

উচ্চশিক্ষার পাশাপাশি প্রযুক্তি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে : উপাচার্য নছরুল কদির

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ৩৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মোহাম্মদ আসিফ ইকবাল, প্রকৌশল অনুষদের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মিহির কুমার রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইভ টিজিং প্রতিরোধ কমিটির সদস্য তন্বী ধুম এবং লাইব্রেরিয়ান মোহাম্মদ কাউসার আলম।

বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দীন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি প্রযুক্তি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ প্রকৌশলী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। শুধু ক্লাসে বসলে হবে না, শিক্ষকদের কাছ থেকে বিষয়গুলো ভালোভাবে বুঝে নিতে হবে। নিজস্ব ক্লাসনোট তৈরি করতে হবে এবং তা নিয়মিত পড়াশোনায় কাজে লাগাতে হবে। এভাবেই বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই একটি শক্ত ভিত্তি তৈরি করতে হবে, যা ভবিষ্যতে পেশাগত জীবনে সফল হতে সাহায্য করবে।

সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মোহাম্মদ আসিফ ইকবাল বলেন, প্রকৌশল শিক্ষা কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, এর ব্যবহারিক প্রয়োগে দক্ষ হতে হবে। বিভাগীয় চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক বলেন, মানসম্মত শিক্ষা ও আধুনিক গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রকৌশলী হিসেবে তৈরি করাই আমাদের লক্ষ্য। প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, একজন প্রকৌশলীকে প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।

আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, ইইই বিভাগের সহকারী অধ্যাপক সামিনা আলম, প্রভাষক সরিৎ ধর, আসিফ মোহাম্মদ সিদ্দিকী, রাহুল চৌধুরী, সৌমেন দত্ত, আবির ধর ও জয়নব বিনতে আহমেদ। এছাড়াও বক্তব্য দেন রোবোটিক্স ক্লাবের সভাপতি ইন্দ্রজিৎ বড়ুয়া, ডিবেট ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন তন্ময় এবং আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সাধারণ সম্পাদক সুস্ময় বড়ুয়া। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বিভিন্ন সহপাঠ কার্যক্রম সম্পর্কে অবগত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধনির্বিঘ্ন পূজা উদযাপনে সহায়তা করা সকলের কর্তব্য : আসলাম চৌধুরী