প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্যের গুগল সিডনি পরিদর্শন

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:২১ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির গত ১৫ আগস্ট গুগল সিডনি, অস্ট্রেলিয়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে গুগল সিডনির এন্টারপ্রাইজ কাস্টমার সাকসেস ম্যানেজার সাইমন টরকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউটের (বেরি) প্রতিষ্ঠাতা ড. আরিফ জোবায়ের। গুগল এডুকেশনের কার্যক্রম বাংলাদেশে বিশেষ করে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শুরু করার সম্ভাবনা নিয়ে অধ্যাপক এস. এম. নছরুল কদির ও সাইমন টরকের মধ্যে আলোচনা হয়।এ সময় সাইমন টরক বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী প্রতিভাবান তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া গুগলের অন্যতম লক্ষ্য। প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ ও আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গঠনে আমরা প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দিতে আগ্রহী।উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির গুগল সিডনির আন্তরিক সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে যৌথ উদ্যোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জেএসইউএসের ৩ দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধসব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই