প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ‘ভয়েসেস ফ্রম দি ফিল্ড: লেবার ল’ ইন প্র্যাকটিস’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। গত ২২ জুলাই আয়োজিত এই সেমিনার ‘বাংলাদেশের শ্রম আইন’ কোর্সের অংশ। শিক্ষার্থীরা সেমিনারে মাঠ সফরের প্রতিবেদন, প্যানেল আলোচনা, ওয়াল পেপার উদ্বোধন এবং পোস্টার প্রদর্শনীর মাধ্যমে শ্রম আইনের বাস্তব চিত্র তুলে ধরেন। তারা চা বাগানের শ্রমিকদের অবস্থা, শিশুশ্রম এবং এর প্রভাব, ট্যানারি শিল্পের শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা সমস্যা, হোটেল শ্রমিকদের অধিকার এবং সমস্যা, অ্যালুমিনিয়াম শিল্পে শ্রম আইন মেনে চলার অবস্থা, গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা সমস্যা ইত্যাদি বিষয় তাদের উপস্থাপনায় তুলে আনেন এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী। বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মেহের নিগার ও সহকারী অধ্যাপক সুরিনা তারজিদ। সুপারভাইজার ছিলেন সহযোগী অধ্যাপক হিল্লোল সাহা।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন এবং আইনি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের মাঠপর্যায়ে ভিজিট করে অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আইন শিক্ষা শুধু শ্রেণীকক্ষে সীমাবদ্ধ থাকতে পারে না। আমাদের শিক্ষার্থীরা শুধু আইন পড়ছেন না, তারা আইনকে অনুভব করছেন এবং আইনের প্রয়োগের বাস্তবিক অবস্থা ও সম্ভাবনা নিয়ে চিন্তা করছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা শ্রম অধিকারের বর্তমান অবস্থা বাস্তবতার আলোকে অনুধাবন করে ভবিষ্যতের জন্য আরো কার্যকরি আইন তৈরিতে ভূমিকা রাখবেন। শুরুতে প্রধান অতিথি শিক্ষার্থীদের তৈরিকৃত ওয়াল পেপার এবং পোস্টার প্রদর্শনী উদ্বোধন করেন। এই পোস্টার এবং ওয়াল পেপার আগামী এক সপ্তাহ বিভাগে প্রদর্শিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।