প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, বিশ্ব দু’দলে বিভক্ত। একদল অ্যাডামস্মিথের পুঁজিবাদী অর্থনীতির পক্ষে এবং অন্যদল কার্ল মার্কসের সমাজতান্ত্রিক অর্থনীতির পক্ষে। বস্তুত এই অর্থনীতিই মানুষের জীবন নিয়ন্ত্রণ করে থাকে। তাতে রাজনীতির ভূমিকাও থাকে। অর্থনীতি যে মানুষের জীবন নিয়ন্ত্রণ করে থাকে তা সহজে বোঝা যায়, ধনী ও দরিদ্র পরিবারের দিকে তাকালে। ধনী পরিবারের সন্তান যেভাবে বেড়ে উঠে, দরিদ্র পরিবারের সন্তান সেভাবে বেড়ে উঠতে পারে না। তারা যথার্থ মানুষ হয়ে উঠার জন্য স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি অর্জনের সুযোগ পায় না।
গতকাল বৃহস্পতিবার প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অনার্স পর্বের ৩১, ৩২ ও ৩৩তম ব্যাচের বরণ এবং মাস্টার্স পর্বের ২২ ও ২৩ তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রফেসর ড. অনুপম সেন আরও বলেন, প্রত্যেকে জীব হিসেবে জন্মগ্রহণ করে। তারপর তাকে মানুষ হয়ে উঠতে হয়। অর্থনীতি মানুষকে মানুষ হওয়ার সুযোগ দেয়। এই সুযোগের ফলেই একজন শিশু মানুষ হয়ে উঠে। বিভাগের শিক্ষার্থী সাদিয়া আলম রুশ্নি ও স্বজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, সহকারী অধ্যাপক বদরুল হাসান আউয়াল, প্রভাষক অর্পিতা দত্ত, প্রভাষক উম্মে সালমা, প্রভাষক ফারিয়া হোসেন বর্ষা, প্রভাষক সুদীপ দে ও বিভাগের শিক্ষার্থীরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।