প্রিমিয়ার ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মশালা

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

বর্তমান সময়ে প্রযুক্তিখাতে যেকোনো পণ্য কতটা ভালো হবে কিংবা কতটা কার্যকর হবে তা নির্ভর করে তার ডিজাইনের উপর। প্রযুক্তিগত নির্মাণকৌশলের একটি বড় অংশ হচ্ছে এর কাঠামো গঠন। আর প্রকৌশলীদের যেকোনো ডিজাইনের জন্য প্রথম পছন্দ হচ্ছে অটোক্যাড। গত ২৫ মে দিনব্যাপী এই অটোক্যাডকে কেন্দ্র করে ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘এডভান্সড অটোক্যাড ইলেকট্রিক্যাল ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রথম পর্বে বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে এতে প্রশিক্ষক ছিলেন প্রকৌশলী জাবেদ জাহাঙ্গীর ।সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির উৎকর্ষ সাধনের সাথে সাথে বিভিন্ন সফটওয়্যারের পরিবর্তন হয়েছে। এই সকল সফটওয়্যারের সাথে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের আপডেট থাকার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, অটোক্যাড বিশ্বব্যাপী সমাদৃত একটি সফটওয়্যার, যার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংসহ সকল ধরনের ড্রয়িং করা যায়। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য এর গুরুত্ব সবচাইতে বেশি; কারণ তাদের হাউজ ওয়ারিং ডিজাইন বলুন কিংবা সাবস্টেশন ডিজাইন বলুন কিংবা মেশিনের বডি ডিজাইন বলুন সবকিছুতেই অটোক্যাডের প্রয়োজনীয়তা রয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, প্রভাষক সৌমেন দত্ত। শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা সমুদ্র সৈকত ক্ষতিগ্রস্ত দোকান মালিক পুনর্বাসন কমিটির মানববন্ধন
পরবর্তী নিবন্ধমহানগর যুবলীগের সম্মেলন উপলক্ষে মিছিল ও সমাবেশ