ফেডারেশন কাপ থেকে ছিটকে গিয়েছিল মোহামেডান। সেই ক্ষত নিয়ে প্রিমিয়ার লিগে এসে দুর্দান্ত ফুটবল খেলল মোহামেডান। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও সংহত করল আলফাজ আহমেদের দল। মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল শুক্রবার রহমতগঞ্জকে ৩–১ গোলে হারিয়েছে মোহামেডান। সাত ম্যাচে শতভাগ সাফল্যে ২১ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রহমতগঞ্জ। ফেডারেশন কাপ থেকে মোহামেডানের বিদায় নেওয়ার মঞ্চ তৈরি হয়েছিল রহমতগঞ্জের বিপক্ষে ১–০ গোলে হেরেই। তাদের বিপক্ষে ম্যাচে এবার লিগেও দলটির সামনে তৈরি হয়েছিল শীর্ষস্থান হারানোর শঙ্কা। তবে রাজু আহমেদ জিসান, সুলেমানে দিয়াবাতে ও এমানুয়েল সানডের নৈপুণ্যে পথ হারায়নি তারা। যদিও ম্যাচের শুরুতে কিছুটা সাদামাটা ছিল মোহামেডান। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও রহমতগঞ্জ গোলরক্ষকের নিতে পারছিল না তেমন পরীক্ষা। গোলের দেখা মোহামেডান পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। মেহেদী হাসান মিঠুর ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে, গোলরক্ষকের মাথার পর ওপর দিয়ে জালে জড়িয়ে দেন জিসান। বিরতির আগ মুহূর্তেই মোহামেডানের এই হাসি উবে যেতে পারত। বক্সে স্যামুয়েল বোয়াটেং ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রহমতগঞ্জ। নাবীব নেওয়াজ জীবনের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন গোলকিপার মোহাম্মদ সুজন। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে মোহামেডান। ৬৪তম মিনিটে আরিফের ক্রসে নিখুঁত টোকায় ব্যবধান দ্বিগুণ করেন চোট কাটিয়ে ফেরা মালির ফরোয়ার্ড দিয়াবাতে। চার মিনিট পর রহমতগঞ্জকে আরও কোণঠাসা করে ফেলে মোহামেডান। এবার মোজাফ্ফরভের পাস ধরে বক্সে ঢুকে ব্যবধান আরও বাড়ান সানডে। রহমতগঞ্জ সান্ত্বনাসূচক গোলটি পায় ৮৬তম মিনিটে। বক্সের ভেতর থেকে বোয়েটেংয়ের শটে বল জড়ায় জালে। ঘানার এই ফরোয়ার্ড ১১ গোল নিয়ে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন শীর্ষে।