প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ব্যবসায় প্রশাসন বিভাগের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের ৭ম ও ৮ম সেমিস্টারের শিক্ষার্থীদের উদ্যোগে একটি পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। গত ২২ মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের শ্রম আইন এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বিষয়ক বিভিন্ন প্রকল্প ও পোস্টার উপস্থপন করা হয়। প্রকল্প ও পোস্টারগুলোতে চা শিল্প, পাট শিল্প, চামড়া শিল্প, পরিবহন খাত, নির্মাণ খাত, তৈরি পোশাক ও টেঙটাইল শিল্প, প্লাস্টিক ও প্যাকেজিং খাত, টাইলস ও সিরামিক প্রভৃতি বিষয় স্থান পায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম মঈনুল হক।
উপাচার্য প্রত্যেকটি প্রকল্প ও পোস্টার ঘুরে দেখেন। বিভাগের সহকারী অধ্যাপক জিনাত শাহানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।