প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ড গঠন করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে পদাধিকার বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়রকে চেয়ারম্যান করে মোট নয় সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে এক আদেশের মাধ্যমে এসব জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোখছানা বেগম।
এর আগে, গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদ পূরণের জন্য মোট নয়জনের নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
ট্রাস্টি বোর্ডে সদস্যরা হলেন, সদ্য সাবেক চসিক মেয়র, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, চসিক সচিব, চসিকের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান, চসিকের দুইজন প্যানেল মেয়র এবং চসিকের হিসাব ও নিরীক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান।