বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের আয়োজনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হল বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের স্নাতক গণিত অলিম্পিয়াড।
সকাল ৯টায় অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম জাতীয় পতাকা, রেজিস্ট্রার ও গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির প্রিমিয়ার ইউনিভার্সিটির পতাকা, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রফেসর ড. রেহানা নাসরিন বাংলাদেশ গণিত সমিতির পতাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিষ্ণুপদ ঘোষ অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। এরপর তাঁরা বেলুন উড়ান। এঁদের মধ্যে প্রফেসর ড. রেহানা নাসরিন ও ড. বিষ্ণুপদ ঘোষ বাংলাদেশ গণিত সমিতির প্রতিনিধি ও অলিম্পিয়াডের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম অলিম্পিয়াডের প্রতিযোগিদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, অংক হচ্ছে দুটো–জীবনের অংক ও বাজারের অংক। অনেকে জীবনের অংক বুঝতে পারে, বাজারের অংক বুঝতে পারে না। আবার অনেকে বাজারের অংক বোঝে, কিন্তু জীবনের অংক বোঝে না। তোমাদের এই দুটো অংকের মাঝামাঝি পৌঁছাতে হবে, যাতে দুটো অংকই তোমরা বুঝতে পার। সেই রাস্তাটা তোমাদেরকেই তৈরি করতে হবে। বৃহত্তর চট্টগ্রামের ৯ জেলার ২১টি বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা দু’ঘণ্টা অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য চট্টগ্রামের আঞ্চলিক পর্ব থেকে এই পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠ ১০ প্রতিযোগী নির্বাচন করা হয়। বেলা ৩টা থেকে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রেহানা নাসরিন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. ঊজ্জল কুমার দেব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বিষ্ণুপদ ঘোষ। সবশেষে অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা, বিজয়ীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও গণিত বিভাগের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইফতেখার মনির। প্রেস বিজ্ঞপ্তি।