প্রিমিয়ার ভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার

| শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে গত ৪ জুন অনুষ্ঠিত হয়েছে ‘ট্র্যাস ক্লাসিফিকেশন ইউজিং ডিপ নিউরাল নিটওয়ার্ক’ শীর্ষক অ্যাকাডেমিক সেমিনার। তৃতীয় পর্বে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবালের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা ছিলেন বিভাগের প্রভাষক ধ্রুবজ্যোতি দাশ। বিশেষ অতিথি ছিলেন ইউএস ফুলব্রাইট স্পেশালিস্ট ও এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির ইনফরমেশন সিস্টেমের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজেদুর রহমান, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, চুয়েট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ কামাল হোসেন ও টাইগার আইটি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ রাজিব হোসাইন। বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ সাজেদুর রহমান বলেন, ট্র্যাস (বর্জ্য) ব্যবস্থাপনা বিশ্বব্যাপী সমস্যা। বাংলাদেশেও এই সমস্যা প্রবল। বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ বর্জ্যকে সঠিক উপায়ে ডিটেক্ট করা। আজকের উপস্থাপিত গবেষণাপত্র বর্জ্যকে ডিডেক্টের মধ্য দিয়ে বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম বলেন, বাংলাদেশে প্রস্তাবিত গবেষণাকে ফান্ডিং করার বেশ কিছু উদ্যোগ রয়েছে। এই উদ্যোগগুলোকে কাজে লাগানোর দায়িত্ব বিভাগগুলোর। সেমিনার সঞ্চালনায় ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাফিসা আঞ্জুম। উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবিওয়াইএলসি’র বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ জুনিয়র উদ্বোধন