প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৩৬তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী তাঁর বক্তব্যে অর্থনীতি বিভাগ যে বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন কারিকুলাম (ওবিই) অনুসরণ করছে, সেই বিষয়টি তুলে ধরেন এবং অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে ক্যারিয়ার গঠনসংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ছাত্রছাত্রীদের পড়াশোনায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি কো–কারিকুলার কার্যক্রমে অংশগ্রহণ করার ব্যাপারে দিকনির্দেশনা দেন।
উক্ত আয়োজনে বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ দে ‘অ্যাকাডেমিক রুলস এন্ড রেগুলেশন’ সংক্রান্ত একটি প্রেজেন্টেশান উপস্থাপন করেন। এই আয়োজনে বিভাগের সকল শিক্ষক–শিক্ষিকা ও কমকর্তা–কর্মচারী এবং নতুন ভর্তি হওয়া সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।