প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ ও ইংলিশ অলিম্পিয়াডের যৌথ আয়োজনে প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে গত শুক্রবার, ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন কমিউনিকেশন স্কিল অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ইংলিশ অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা ও চিফ অর্গানাইজার মোহাম্মদ আমান উল্লাহ, আয়োজনের স্পেশাল কন্ট্রিবিউটর ও ইংরেজি বিভাগের প্রভাষক মু. মেহেদী রহমান। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনশতের অধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি মাতৃভাষাকেও সমভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে মাতৃভাষাকেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে।
সভাপতির বক্তব্যে ইংরেজি বিভাগের চেয়ারম্যানের সাদাত জামান খান বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষা সহজভাবে শেখানোর চেষ্টা করা উচিত। তিনি শিক্ষার্থীদের উচ্চারণ শেখার পাশাপাশি ভালো মানের লেখা তৈরি করার উদ্দেশ্যে ইংরেজি শেখার ওপর গুরুত্ব আরোপ করেন। ইংলিশ অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা ও চিফ অর্গানাইজার মোহাম্মদ আমান উল্লাহ এ ধরনের কার্যক্রমে প্রিমিয়ার ইউনিভার্সিটির পার্টনারশীপ করার মাধ্যমে জ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অবদান রাখার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, আগামী ২৭ তারিখ ইংলিশ অলিম্পিয়াডের সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।